মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং:-
মোবাইল দিয়ে মোটামুটি সব কিছু করা যায়। যে কোন অ্যাপ বা ওয়েবসাইট মোবাইল দিয়ে ব্যবহার করা যায়। মোবাইল দিয়ে কাজ করতে অনেক সমস্যা হয় বটে তবে বসে না থেকে মোবাইল দিয়ে কাজ শুরু করে দেয়া ভালো।
মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং এর সকল কাজ করা যায়।ইউটিউব এর সকল কাজ করা যায়। এ মোবাইল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। বেসিক কিছু অ্যাপ বানানো যায়। বেসিক কিছু ওয়েবসাইট বানানো যায়। কন্টেন্ট লিখে আয় করা যায় ইত্যাদি মাধ্যমে আয় করা যায়।
মোবাইল দিয়ে মাইক্রো-জব সাইট গুলোতে বেসিক কিছু কাজ করে আয় করা যার।মোবাইল দিয়ে সকল কিছু করা যায় তবে তা কম্পিউটার বা ল্যাপটপ এর সময় সহজে নয়। মোবাইল দিয়ে অনেক সময় লাগে কিন্তু তা কম্পিউটার বা ল্যাপটপ এ মুহূর্তে মধ্যে করা যায়। শুধু তাই নয় অনেক সময় ধরে কাজ করা জন্য ল্যাপটপ বা কম্পিউটার ভালো।
কথায় বলে নাই মামা থেকে কানা মামা ভালো। তাই হাতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যাএা শুরু করা উচিৎ। সময় কারো জন্য বসে থাকে না।
1 মন্তব্যসমূহ
#passiveincome
উত্তরমুছুন#digitalmarketing
#freelancing
#onlineincome
#Bangladesh
#Indiafreelancer
#successtechacademy