আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
আমার ফ্যামিলি তো হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব???ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন বিশ্বের মধ্যে ফ্রিল্যান্সিং এর অনেক চাহিদা তা আমাদের সবারই জানা বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিংই সহজ মাধ্যম ফ্রিল্যান্সিেং অনেক সেক্টর আছে।
যার মধ্যে ডিজিটাল মার্কেটিং অন্যতম একটা সেক্টর।
ডিজিটাল মার্কেটিং এর কাজ করে খুব অল্প সময়ে ইনকাম নিশ্চিত করা যায় খুব সহজে নিজের স্কিল বাড়ানো যায়। আমি নিজে ও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি ইনশাআল্লাহ কোর্স করার পাশাপাশি ইনকাম করার সুযোগ পাচ্ছি। একদিন আমিও খুজতাম যে যদি কিছু টাকা ইনকাম করা যেত আমার একটা ভাইয়ের মাধ্যমে
ফ্রিল্যান্সিেং আসার পর নিজের চাহিদা পূরন করতে পারতেছি সবাই দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের যদি কারোর কোনো হেল্প লাগে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাহায্য করবো ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ